Bangla Sad Shayari – 100+ বাংলা কবিতা | Sad Love Shayari Bangla : Explore the poignant world of Bengali Shayari, where emotions find solace in the gentle embrace of verses. In the world of Sad Love Shayari Bangla, every line is a whispered confession of longing and introspection.
These all shayari, crafted with tender care and adorned with the richness of Bengali language, resonate deeply with those seeking refuge in the expression of their emotions.
Immerse yourself in the beauty of Bangla Sad Shayari as it navigates the labyrinth of human emotions with simplicity and grace.
Table of Contents
Bangla Sad Shayari
প্রিয় যার সাথেই থেকো,
ভালো থেকো, সুখে থেকো।
এইজন্মে না হয় নাই বা তোমায় পেলাম,
পরের জন্মে কিন্তু আমার হয়ো।
জানি ফিরবে না
এই মনের নীড়ে।
তবুও অপেক্ষায় থাকবো
সারা জীবন ধরে।
মুখে শুধু ভালোবাসি বললেই হয়না,
একটু যত্নও করতে হয়।
বিচ্ছেদটা বড়ই সহজ
কিন্তু যত্ন করে কাছে টেনে নেওয়াটাই
সবচেয়ে বেশি কঠিন,
যা তুমি পারলে না।
তুমি বলেছিলে
মানুষ বদলায়
তাই
তুমিও বদলে গেলে।
কিন্তু আমি বদলায়নি,
তবে কি আমি মানুষ নই ?
Read More : Romantic Love Shayari Bengali
মুখোশ পরা লোক গুলো চেনা বড় দায়
ভালো সেজে থাকে সবাই, করে অভিনয়
ভালোবেসে কাছে টেনে দূরে চলে যায়
প্রয়োজন শেষ হলে, শেষ হয় পরিচয়
ভেবেছিলাম ডাইরিতে
লিখবো ভালোবাসার গল্প!
কিন্তু লিখতে হচ্ছে
হাজারো কষ্টের গল্প।
প্রিয় মানুষটির সামান্য
একটু অবহেলাই
একটি মানুষের নীরবে চোখের
জলে বালিশ ভেজানোর
জন্য যথেষ্ট।
মন তাকেই
ভালোবাসার
জন্য পাগল হয় যে,
অবহেলা
করে বার বার কাঁদায়।
কেউ কাউকে ছাড়া বাঁচবে না
এটা খুব বাজে মিথ্যে কথা !!!
সবাই বাঁচে
খুব ভালো ভাবেই বাঁচে
শুধু মরে যায়
“স্বপ্নগুলো“
যেতে চেয়েছো যেতে দিয়েছি,
পিছন ফিরে ডাকিনি।
একটা কথা জানতে চাইছি,
তুমি কি আমাকে কোনো দিনও
সত্যিকারের ভালোবাসোনি।
সঙ্গী আমার হারিয়ে গেছে
কষ্ট দিয়ে পর করেছে
ভালোবাসার মানুষটি দিয়ে গেলো ফাঁকি
সঙ্গী হারা হয়ে আমি একা একা কাঁদি।
করেছিলে মন নিয়ে কত খেলা
ফিরে দেখলে না যাওয়ার বেলা
চলে গেলে হাতটা ছেড়ে
ধরলে না আর ফিরে।
আমার ভালোবাসায় কোন জটিলতা ছিলো না,
জটিলতা ছিলো তোমার মনে।
ভালোবাসা আমায় ছেড়ে চলে যায় নি
তুমি আমাকে ছেড়ে চলে গেছো।
ভুলটা আমার ছিল,
কারণ স্বপ্নটা যে আমি
একাই দেখেছিলাম।
স্বপ্ন পালিয়ে যায়
ঘুম ভেঙে গেলে!
আর মানুষ পালিয়ে যায়
স্বার্থ ফুরিয়ে গেলে!
Sad Shayari in Bangla
আমি ছিড়ে ফেলেছি ডায়রীর পাতা,
যেখানে লিখা ছিলো হাজারো স্বপ্নের কথা,
শুধু ছিড়তে পারিনি আমার মনের পাতা,
যেখানে জমা আছে অনেক ব্যাথা।
ভালবাসা বদলায় না,
বদলে যায় মানুষগুলো,
অনুভূতিরা হারায় না
হারিয়ে যায় সময়গুলো।
অবহেলা বোঝার জন্য
ভাষার প্রয়োজন হয় না,
ব্যবহারটাই যথেষ্ট।
ভালবাসার মানুষের দেওয়া
সব কষ্টই মেনে নেয়া যায়,
শুধু মেনে নেয়া যায়না
তার চলে যাওয়া কষ্টটা।
যদি চলেই যাবে!
বিধ্বস্থ কাউকে স্বপ্ন
দেখানাের কি প্রয়ােজন ছিল?
এক সাগর কষ্ট বুকে,
কষ্টের কথা বলি কাকে?
যার কারনে নিঃস্ব হলাম,
সে তো আছে বেশ সুখে।
যে ধোঁকা দেয়,
সে চালাক হতে পারে!
তবে যে ধোঁকা খায়,
সে বােকা নয়, সে বিশ্বাসী!
কষ্ট হলেও ভিতরের ক্ষতগুলো
নিজের মধ্যেই রেখে দিন।
কারণ মানুষ মলমের জায়গায়
লবন লাগাতে বেশি ভালোবাসে।
আঘাত ভুলে গেলেও
আঘাতকারীকে ভোলা যায় না।
ক্ষত শুকিয়ে গেলেও ,
দাগ মুছে যায় না।
চলেই যদি যাবে,
তো এসেছিলে কেন?
ভুলেই যদি যাবে,
তো জান বলে ডেকে
ছিলে কেন?
সম্পর্কের মাঝে যখন
জেদ চলে আসে তখন
জিতে যায় দুজনেই।
শুধু হেরে যায় সম্পর্কটা।
পৃথিবীর সব কিছু মিথ্যা হলেও,
ছেলেদের চোখের অশ্রু কখনো মিথ্যা নয়।
কারন ছেলেরা খুব কষ্ট না পেলে,
কখনো তাদের দামি অশ্রু ঝরায় না।
ভালো ছেলেদের জন্য মেয়েদের প্রেম জাগেনা,
যেটা জাগে তার নাম সহানুভূতি
প্রেম – শব্দটি ছােট হলেও,
এটি একটি মানুষকে
শেষ করার ক্ষমতা রাখে।
ভালোবাসা মুখে বলিস,
ভালোবাসা জানিস না,
অন্য মেয়ের সাথে তবে,
করলি কেন আনাগোনা!
Bengali Sad Shayari
ছেড়ে গিয়েও স্মৃতির মাঝে
ডুবিয়ে রাখে যে।
অভিশাপ দিলাম স্মৃতি ছাড়াই
ভালাে থাকুক সে।
তোকে সুখে রাখার চেষ্টায়,
আজ আমার সুখই বর্ণহীন
প্রয়োজনে মানুষ কাছে আসে
প্রয়োজনে শেষে ছেড়ে যায়।
এই সমাজে স্বার্থ ছাড়া
কেউ কারোর নয়।
কারোর কাছে
মন খারাপের কথা বলার চেয়ে
“ভালো আছি “
বলা অনেক ভালো।
আমার চাওয়া গুলো ছিল অনেক ছোট,
চাইলেই পারতে দিতে তোমার ওই মিষ্টি কথা,
জীবনটাও পারতে নিতে। অনেক বেশি বাসতাম ভালো,
সব কোথায় করতাম বিশ্বাস,
বিনিময়ে দিলে তুমি এক বুক অবিশ্বাস।
যেদিন তুমি বুঝবে,
আমার থেকে বেশি আর
কেউ তোমাকে ভালোবাসেনি,
সেদিন তুমি আমার থেকেও বেশি কাঁদবে।
যে অন্যকে পেয়ে তোমায় ভুলে যায়,
সে তার থেকেও ভালো আরেকজনকে পেলে
তাকেও ভুলে যাবে ,
কারণ সে কাউকে ভালোবসেনা,
সে শুধু নিজের স্বার্থ খোঁজে
জীবনে সুযোগ তারাই পায়
যারা সুযোগ এর মানেটা বোঝে
তারা কি করে সুযোগ পাবে
যারা সুযোগ এর মানেটাই বোঝে না
দিন যায়, দিন আসে, সময় বদলে যায়
অবুঝ পাখি বসে থাকে পুরোনো দিনের আসায়
সময়ের স্রোতে ভেসে যায় কতো স্বপ্ন কতো আসা
পাখির মন ভুলতে পারেনা পুরোনো দিনের ভালোবাসা
আজকের নতুন জীবনে সব কিছুই নতুন
পুরোনো সব স্মৃতি ভুলে গেছি
আজ ভুলে গেছি তোমাকে
খুঁজে পেয়েছি নতুন করে নিজেকে
আজ জানিনা তুমি কোথায় আছো
চাইলেও হয়তো তোমাকে খুঁজে পাবো না
যেখানেই থাকো না কেনো খুশি থাকো
আর কোনো দিন তোমার কাছে যাবো না
আজ আর মনে পড়ে না তোমার ওই কথা
আজ জীবনে খুশি আছি, ভুলে পুরোনো সব ব্যাথা
আর কোনো দিন ফিরে যাবো না পুরোনো সেই জীবনে
নতুন করে চিনতে পেরেছি আজ আমি নিজেকে
আজ মন চাইছে তোমার কাছে ছুটে যেতে
আজ মন চাইছে তোমাকে কাছে পেতে
জানিনা আবার কবে দেখা হবে
দূরে থেকেও আমাদের ভালোবাসা অমর হয়ে রবে
কে বলেছে ছেলেরা কাঁদে না
কে বলেছে ছেলেরা কষ্ট পায় না
মানুষ বলতেই সবার কষ্ট হয়
সেই কষ্টে সবাই কাঁদে
আমিও তো একটা মানুষ
বাংলা কবিতা
আমার কি ভুল ছিলো একবার আমায় বলবে
যার জন্য এতো বড়ো শাস্তি দিচ্ছ আমাকে
আজ ও তুমি চিনতে পারলে না নিজেকে
তবে আমাকে তুমি কি করে চিনবে
বিশ্বাস তো শুধু তাকেই করা যায়
যে বিশ্বাস এর যোগ্য হয়
তাকে কি করে বিশ্বাস করবো
যে বিশ্বাস এর যোগ্যই নয়
মন পাখি একা একা কাঁদে সারাবেলা
মন পাখির মন নিয়ে করে সবাই খেলা
মন পাখির মন হারিয়ে, হয়ে গেছে একা
মন পাখির মনের জানালায় দিলো না কেউ দেখা
এই পৃথিবীতে আমি কি শুধু একা
যাকে আপন করে নিতে চাই
সেই ভুল বুঝে চলে যায়
আমায় দেয়না কেউ দেখা
তুমি কি সত্যি আমাকে ভুলে গেছো
নাকি এটা তোমার অভিনয়
তুমি কি সত্যি আমাকে কোনো দিনো ভালোবেসেছিলে
নাকি মিথ্যে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে ছিলে
ভালোবেসে করিনি কোনো ভুল
তোমায় দিবো আজকে গোলাপ ফুল
ফুলের মতো সুন্দর তোমার ওই মন
আগলে রাখবো আমি সারাক্ষন
জীবন টা আমারই আছে
মনটা শুধু তোমার হয়ে গিয়েছিল
মনকে কি করে বোঝাবো
মন আজও তোমাকেই চায়
জানি সবাই বদলে গেলেও তুমি কখনো বদলে যাবে না
জানি সবাই ভুল বুঝলেও তুমি কখনো আমাকে ভুল বুঝবে না
এতোটা বিশ্বাস করতাম আমি তোমাকে
তবে কেনো ভুল বুঝে ছেরে গেলে আমাকে
সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যায়
আজ আমিও পাল্টে গেছি
সময় সবাই কে পাল্টে যেতে বাধ্য করে
আজ সময় আমাকেও বাধ্য করেছে নিজেকে পাল্টাতে
যদি কখনো মনে পড়ে, দিও একবার দেখা
তোমায় আমি আগলে রাখবো ছেড়ে যাবো না একা
যদি কখনো ভালোবাসো, একবার বলে দাও
ভালোবেসে আমার মনটা নিয়ে নাও
Emotional Bangla Shayari Text
Jodi kokhono mone pore dio akbar dekha
tomay ami agle rakhbo chere jabo na aka
jodi kokhono valobaso akbar bole dao
valobese amar monta niye nao
Jani sobai bodle geleo tumi kokhono bodle jabe na
jani sobai vul bujhleo tumi kokhono amake vul bujhbe na
Atota biswas kortam ami tomake
tobe keno vul bujhe chere gele amake
Ai prithibite ami ki shudhu aka
jake apon kore nite chai
sei vul bujhe chole jay
amay deyna keu dekha
Aaj ar mone pore na tomar oi kotha
aaj jibone khub khusi, vule purono sob batha
aar kono din fire jabo na purono sei jibone
notun kore chinte perechi aaj ami nijeke
Somoyer sathe sathe sob kichu palte jay
aaj amio palte gechi
Somoy sobai ke paltate jete baddho kore
aaj somoy amakeo baddho koreche nijeke paltate
Aaj janina tumi kothay achho
chaileo hoyto tomake khuje pabo na
jekhanei thako na kano khusi thako
aar kono din tomar kache jabo na
Amar ki vul chilo akbar amay bolbe
jar jonno ato boro sasti dichcho amake
aaj o tumi chinte parle na nijeke
tobe amake tumi ki kore chinbe
Ajker notun jibone sob kichui notun
purono sob smriti vule gechi
aaj vule gechi tomake
khuje peyechi notun kore nijeke
Biswas to shudhu takei kora jay
je biswas er joggo hoy
take ki kore biswas korbo
Je biswas er joggoi noy
Jibon ta amaroi achhe
mon ta sudhu tomar hoye giyechilo
Mon ke ki kore bojhabo
mon aaj o to tomakei chay
jibone sujog tarai pay
jara sujog er mane ta bojhe
tara ki kore sujog pabe
jara sujog er mane tai bojhe na
Ke boleche chelera kade na
ke boleche chelera kosto pay na
manus boltei sobar kosto hoy
sei kostote sobai kade
amio to akta manus
Din jay, din ase, somoy bodle jay
abujh pakhi bose thake purono diner asay
somoyer srote vese jay koto sopno koto asa
pkhir mon vulte parena purono diner valobasa
Tumi ki sottie amake vule gacho
naki ata tomar obhinoy
tumi ki sottie amake kono dino valobesechile
naki sudhu mitthe valobasar sopno dekhiye chile
Mon pakhi aka aka kade sara bela
Mon pakhir mon niye kore sobai khela
mon pakhir mon hariye, hoye gache aka
Mon pakhir moner janalay dilo na keu dakha
As we conclude our exploration of Bangla Sad Shayari, let us carry with us the echoes of emotions woven into the fabric of Bengali poetry. Through the lens of Sad Love Shayari Bangla, we’ve glimpsed into the depths of human experience, finding resonance in the beauty of heartfelt verses. Remember, in the realm of Bangla Shayari, every tear-stained line is a testament to the enduring power of love, loss, and the undying spirit of resilience.
As you continue your journey, may the melodies of Bangla Sad Shayari accompany you through life’s ups and downs, offering comfort in moments of solitude and strength in times of need. Let the beauty of these verses serve as a reminder that amidst life’s trials and tribulations, there is always solace to be found in the tender embrace of poetry.
Tags: Bangla Sad Shayari,Sad Shayari in Bangla,Bengali Sad Shayari,বাংলা কবিতা,Emotional Bangla Shayari Text,breakup kobita,Sad Kobita etc.