Romantic Love Shayari Bengali – 200+ রোমান্টিক ভালোবাসার শায়ারি

Romantic Love Shayari Bengali – রোমান্টিক ভালোবাসার শায়ারি: Love, in all its myriad forms, has long been a muse for poets around the world. In the heartlands of Bengal, this sentiment finds its exquisite expression through the art of Shayari. Steeped in the rich cultural tapestry of the region, Bengali Romantic Love Shayari captures the essence of love, longing, and passion with eloquence and grace. These poetic verses, often imbued with profound emotions, serve as a timeless medium for lovers to convey their deepest feelings in the rhythm of words.

Bengali Romantic Love Shayari, with its roots tracing back to the medieval period of the region, has evolved into a cherished literary tradition. Whether celebrating the sweetness of new love or expressing the ache of separation, these Shayaris weave together words that resonate with the soul.

In the digital age, the allure of Bengali Romantic Love Shayari রোমান্টিক ভালোবাসার শায়ারি continues to captivate hearts, finding its way into social media posts, heartfelt messages, and even wedding invitations.

The power of these verses lies not just in their linguistic charm but also in their ability to evoke the most tender of emotions. With each line, lovers find solace in the timeless tradition of expressing love through the lyrical magic of Shayari, creating moments that linger in the heart forever.

Join us on a journey through the enchanting world of Bengali Romantic Love Shayari, where every verse is a love letter penned by the heart. Explore the depth of emotions, the nuances of romance, and the beauty of the Bengali language woven together in poetic splendor. Whether you seek inspiration for your own expressions of love or simply wish to immerse yourself in the artistry of words, let these Shayaris be your guide to a world where love is eternal and words dance like whispers on the wind.

Love Shayari Bengali

Sad Love Shayari Bengali, Romantic Shayari Bengali Love, Bengali Shayari for Girlfriend GF, Sad Bangla Shayari Text, Bangla Love Shayari, Bengali Love Shayari, Love Shayari Bangla, রোমান্টিক ভালোবাসার শায়ারি.

Love Shayari Bengali

আমার কি ভুল ছিলো একবার আমায় বলবে
যার জন্য এতো বড়ো শাস্তি দিচ্ছ আমাকে
আজ ও তুমি চিনতে পারলে না নিজেকে
তবে আমাকে তুমি কি করে চিনবে

জীবন টা আমারই আছে
মনটা শুধু তোমার হয়ে গিয়েছিল
মনকে কি করে বোঝাবো
মন আজও তোমাকেই চায়

যদি কখনো মনে পড়ে, দিও একবার দেখা
তোমায় আমি আগলে রাখবো ছেড়ে যাবো না একা
যদি কখনো ভালোবাসো, একবার বলে দাও
ভালোবেসে আমার মনটা নিয়ে নাও

তুমি কি সত্যি আমাকে ভুলে গেছো
নাকি এটা তোমার অভিনয়
তুমি কি সত্যি আমাকে কোনো দিনো ভালোবেসেছিলে
নাকি মিথ্যে ভালোবাসার স্বপ্ন দেখিয়ে ছিলে

আজ জানিনা তুমি কোথায় আছো
চাইলেও হয়তো তোমাকে খুঁজে পাবো না
যেখানেই থাকো না কেনো খুশি থাকো
আর কোনো দিন তোমার কাছে যাবো না

দিন যায়, দিন আসে, সময় বদলে যায়
অবুঝ পাখি বসে থাকে পুরোনো দিনের আসায়
সময়ের স্রোতে ভেসে যায় কতো স্বপ্ন কতো আসা
পাখির মন ভুলতে পারেনা পুরোনো দিনের ভালোবাসা

মন পাখি একা একা কাঁদে সারাবেলা
মন পাখির মন নিয়ে করে সবাই খেলা
মন পাখির মন হারিয়ে, হয়ে গেছে একা
মন পাখির মনের জানালায় দিলো না কেউ দেখা

সময়ের সাথে সাথে সব কিছু পাল্টে যায়
আজ আমিও পাল্টে গেছি
সময় সবাই কে পাল্টে যেতে বাধ্য করে
আজ সময় আমাকেও বাধ্য করেছে নিজেকে পাল্টাতে

আজকের নতুন জীবনে সব কিছুই নতুন
পুরোনো সব স্মৃতি ভুলে গেছি
আজ ভুলে গেছি তোমাকে
খুঁজে পেয়েছি নতুন করে নিজেকে

এই পৃথিবীতে আমি কি শুধু একা
যাকে আপন করে নিতে চাই
সেই ভুল বুঝে চলে যায়
আমায় দেয়না কেউ দেখা

বিশ্বাস তো শুধু তাকেই করা যায়
যে বিশ্বাস এর যোগ্য হয়
তাকে কি করে বিশ্বাস করবো
যে বিশ্বাস এর যোগ্যই নয়

আজ আর মনে পড়ে না তোমার ওই কথা
আজ জীবনে খুশি আছি, ভুলে পুরোনো সব ব্যাথা
আর কোনো দিন ফিরে যাবো না পুরোনো সেই জীবনে
নতুন করে চিনতে পেরেছি আজ আমি নিজেকে

জীবনে সুযোগ তারাই পায়
যারা সুযোগ এর মানেটা বোঝে
তারা কি করে সুযোগ পাবে
যারা সুযোগ এর মানেটাই বোঝে না

জানি সবাই বদলে গেলেও তুমি কখনো বদলে যাবে না
জানি সবাই ভুল বুঝলেও তুমি কখনো আমাকে ভুল বুঝবে না
এতোটা বিশ্বাস করতাম আমি তোমাকে
তবে কেনো ভুল বুঝে ছেরে গেলে আমাকে

কে বলেছে ছেলেরা কাঁদে না
কে বলেছে ছেলেরা কষ্ট পায় না
মানুষ বলতেই সবার কষ্ট হয়
সেই কষ্টে সবাই কাঁদে
আমিও তো একটা মানুষ

Sad Love Shayari Bengali

Love Shayari Bengali, Sad Love Shayari Bengali, Romantic Shayari Bengali Love, Bengali Shayari for Girlfriend GF, Sad Bangla Shayari Text, Bangla Love Shayari, Bengali Love Shayari, Love Shayari Bangla, রোমান্টিক ভালোবাসার শায়ারি.

Sad Love Shayari Bengali

আমার এই প্রেমের কথা
বলে যাই একা একা
ভুল বুঝে চলে গেলে
আমাকে রঞ্জনা

একদিন আমাকে বুঝবে তুমি
সেদিন আর আমি থাকবো না
একদিন আমাকে খুঁজবে তুমি
সেদিন আর আমাকে কাছে পাবে না

চলে গেলে চলে যাবে
পিছু পিছু ডাকবো না
কথা যদি না বলো
মনে আর রাখবো না

যেতে চেয়েছো যেতে দিয়েছি
পেছন ফিরে ডাকিনি
একটা কথা জানতে চাইছি
তুমি কি আমাকে কোনো দিনো ভালোবাসনি

এসেছি একা যাবো একা
কতো দিন কেটে গেলো
পেলাম না তোমার দেখা
এই জীবনের ট্রাফিক জ্যামে
আমি বড়ো একা

সুখে ছিলাম ভালোই ছিলাম
যখন ছিলাম একা
চলে যখন যাবেই তুমি
দিয়েছিলে কেন দেখা

কিছু ফুল সকালে ফোটে বিকেলে ঝরে যায়
কিছু ভালোবাসা এমন ভাবেই মরে যায়
কিছু মানুষ খুব চেনা হয়েও
সময়ের সাথে সাথে অচেনা হয়ে যায়

ও আমার মন পাখি
দিয়ে তুমি আমাকে ফাঁকি
চলেছো কোনখানে
ফেলে মোরে দুটানে

ভুলটা তোমারই ছিল
আজও তো বুঝলে না
চোলে তো গেলে তুমি
দিয়ে মোরে জন্তানা

আজ আর চাইবো না
ফিরে পেতে পুরোনো সেই দিন গুলো
আজকের এই গোছানো জীবন টাকে
করবো না কারো জন্য এলো মেলো

কাচ চক চক করলেই হিরে হয় না
মিথ্যে ভালোবাসা বেশি দিন রায়না
যেদিন বুঝবে তুমি
আমাকে কাছে আর পাবে না
সেদিন খুঁজে পেতে চাইলেও
আমাকে আর খুঁজে পাবে না

দুক্ষের এই জীবনে
দুক্ষ আমার সাথী
দুক্ষকে ভাগ করে নিতে
হলো না কেউ রাজি

ভাবতে তোমার কথা
পেয়েছি কতো ব্যাথা
মনেতে ছিলো আমার
কতো যে জন্তানা

সাগরে কতো জল
কোরেছো কতো ছল
ভুলতেও পারবোনা
ক্ষমাও কোরবো না

মনে ছিলো কতো সপ্ন, ছিলো কতো আসা
সব কিছুই মিথ্যে ছিলো তোমার ভালোবাসা
স্বপ্ন আজ ভেঙ্গে গেছে, নেই কোনো আসা
সব কিছুই মিথ্যে ছিলো তোমার ভালোবাসা

আজ আর মনে পারে না
পুরোনো সেই দিনের কথা
ভুলেও গেছি আজ
পুরোনো দিনের সেই সকল ব্যাথা

Romantic Shayari Bengali Love

Love Shayari Bengali, Sad Love Shayari Bengali, Romantic Shayari Bengali Love, Bengali Shayari for Girlfriend GF, Sad Bangla Shayari Text, Bangla Love Shayari, Bengali Love Shayari, Love Shayari Bangla, রোমান্টিক ভালোবাসার শায়ারি.

Romantic Shayari Bengali Love

ভালোবেসে করিনি কোনো ভুল
তোমায় দিবো আজকে গোলাপ ফুল
ফুলের মতো সুন্দর তোমার ওই মন
আগলে রাখবো আমি সারাক্ষন

হাজার কথার মাঝে একটা মনের কথা লুকিয়ে থাকে
সব কথা মুখে বলে দেওয়া যায়না
হাজার কথার মাঝে ওই একটা কথা বুঝে নিতে হয়

আজ মন চাইছে তোমার কাছে ছুটে যেতে
আজ মন চাইছে তোমাকে কাছে পেতে
জানিনা আবার কবে দেখা হবে
দূরে থেকেও আমাদের ভালোবাসা অমর হয়ে রবে

এই মন আজ তোমায় দিলাম
তোমার ওই মন আমি নিয়ে নিলাম
যত্ন করে রেখো আমার এই মন
আমিও আগলে রাখবো তোমার ওই মন

তোমার মনের কথা আজ আমাকে খুলে বলো
আমার হাতটা ধরে সামনের পথে এগিয়ে চলো
পেছন ফিরে আর আমরা দেখবো না
কোনো বিপদের পরোয়া আমরা করবো না

আজ একটা কথা তোমাকে খুব বলতে ইচ্ছে করছে
কি করে তোমায় বলবো বুঝতে পারছি না
আমি সারাজীবন তোমার সাথেই থাকবো
আমি সারাজীবন শুধু তোমাকেই ভালোবাসবো

একটু কাছে আসবো, একটু পাশে বসবো
তোমার চোখে চোখ রাখবো
এভাবেই সারাজীবন তোমার দিকে তাকিয়ে থাকবো
আর একটু আদর করে তোমাকে ভালোবাসবো

আজ আমরা অনেক মজা করবো
একটু কাছে এসে একটু আদর করবো
আলগা করে তোমার হাতটা ধরবো
আর বলবো, I Love You

আজ মনটা লাগছে খুব উরু উরু
দিনটা আজ হয়েছে ভালো শুরু
আজকের শুভ দিনে তোমাকে কাছে পাবো
সারাটা দিন একসাথে হাতে হাত রেখে কাটাবো

আমি তোমাকে খুব ভালোবাসি
এখনো শুধু তোমারই আছি
সারাজীবন তোমারই থাকবো
এভাবেই তোমাকে ভালোবাসবো

গোলাপ ফুল দিবো আমি তোমার হাতে
কাটাবো সারাদিন এক সাথে
আজ বসে বসে তোমার হাতের রেখা গুনবো
আমি বসে বসে তোমার সকল কথা শুনবো

যদি এটা সামান্য তবু গ্রহণ করো আমার এই ফুল
সারাজীবন পাশে থাকবো, বুঝবো না তোমায় কখোনো ভুল
শক্ত করে তোমার হাতটা ধরে ধরে রাখবো
এভাবেই সারাজীবন তোমাকে আগলে রাখবো

এসে ছিলাম অনেক আশা নিয়ে
ফিরবো অনেক ভালোবাসা নিয়ে
আবার ফিরে আসবো তোমার কাছে
থাকবো সারাজীবন তোমার পাশে পাশে

হৃদয়ে লিখেছি আমি শুধু একটা নাম
যেই নামতে জড়িয়ে আছে আমার এই প্রাণ
হৃদয়ের এই নাম কোনো দিনো মুছবে না
আমাদের ভালোবাসা কোনো দিনো ঘুচবে না

ভালো লাগে তোমার ওই মিষ্টি হাসি
তোমার হাসির জন্য আমি চেয়ে থাকি
ভালো লাগে তোমার ওই কাজল কালো চোখ
যখন তাকাই, ভুলে যাই আমার সকল শোক-দোখ

Bengali Shayari for Girlfriend/GF

Love Shayari Bengali, Sad Love Shayari Bengali, Romantic Shayari Bengali Love, Bengali Shayari for Girlfriend GF, Sad Bangla Shayari Text, Bangla Love Shayari, Bengali Love Shayari, Love Shayari Bangla, রোমান্টিক ভালোবাসার শায়ারি.

Bengali Shayari for Girlfriend/GF

খুঁজে কোথায় পাবো আমি সুখের সীমানা
হারিয়ে আজ ফেলেছি আমি মনের ঠিকানা
যদি আমায় বলো তোমায় ভালোবাসবো
সব কিছু ছেড়ে ছুরে তোমার কাছে আসবো

পারবেনা ভুলতে তোমায় আমার এই মন
আছো তুমি বুকের মাঝে, তুমি আমার জীবন

আমার ভালোবাসা সেদিন পুর্ণ হবে
যেদিন তুমি আমার হাতটা ধরবে আর বলবে,
তোমায় অনেক ভালোবাসি
সারাটা জিবন আমি শুধু তোমার পাশে আছি

কি করে ভুলবো আমি তোরে
দিন রাত শুধুই যে তোর কথা মনে পরে
কেনো বুঝিস না তুই যে আছিস আমার মন জুড়ে
একটু হলেও ভালবাসতে পারিস আমারে

তোর মনের পাশে অল্প একটু আমার জায়গা রাখবি
আমার বুকের মাঝে সারাজীবন তুই যে থাকবি
তোর জায়গার ভাগটা কেউ কোনোদিন পাবেনা
তুই ছাড়া অন্য কেউ এই মনেতে থাকবেনা

জানিনা আমার কি হলো
লাগছেনা কিছুই ভালো
বারবার তোমার কথা মনে পরে
এই মন তোমাকে খুব মিস করে

স্বপ্ন দেখি গভীর রাতে
তুমি আছো আমার পাশে
হঠাৎ যখন ঘুমটা ভাঙ্গে
চোখ খুলে দেখি তুমি নেই পাশে

যদি তুমি হতে চাও আমার আপন
থাকবো পাশে সারাজীবন
যদি কখনো না ভাঙো আমার মন
তোমাকে করে নিবো আমার জিবন

কান্না সবার জন্য আসে না
এই মন সবাইকে ভালোবাসেনা
কান্না শুধু তার জন্যই পায়
যাকে এই মন কাছে পেতে চায়

দুঃখ যতই আসুক না কেনো,
রাখবো তোমায় মুখে হাসি
তুমি হয়তো জাননা বন্ধু
তোমায় আমি কতো ভালোবাসি

Sad Bangla Shayari Text

Sad Bangla Shayari Text

আজ আর মনে পরে না
পুরানো সেই দিনের কথা।
ভুলেও গেছি আজ পুরোনো
দিনের সেই সকল ব্যাথা।

যেতে চেয়েছো যেতে দিয়েছি,
পিছন ফিরে ডাকিনি।
একটা কথা জানতে চাইছি,
তুমি কি আমাকে কোনো দিনও
সত্যিকারের ভালোবাসোনি।

এই শহরে ঘুরতে থাকা
প্রতিটা মানুষ জীবিত নয়!!
কারো কারো আত্মার মৃত্যু
হয়েছে অনেক আগেই

হাজার নদীর জল দিয়া
আমার দুটি চোখে।
অনেক সুখে ঘুমায় প্রিয়া
নতুন সাথীর বুকে।

বেইমান কখনো অপরিচিত
মানুষজন হয় না!!
নিজের খুব পরিচিত কাছের
মানুষ গুলোই বেইমান হয়।

নিজের থেকে ও বেশি
ভালোবেসে ছিলাম যারে।
অনেক দূরে চলে গেলো সে,
দূঃখ দিয়ে মোরে।

মাঝে মাঝে সম্পর্ক এমন
হয়ে যায়,
যাতে দূরে গেলেও কষ্ট হয়।
আর পাশে থাকলেও কষ্ট হয়।

রাগ আর তুফান, দুটোই এক
শান্ত হলে বোঝা যায়
কতটা ক্ষতি হয়েছে

যারা ধোঁকা দেয়
তারা খুব চালাক।
কিন্তু, যারা ধোঁকা খায়,
তারা বোকা হলেও
বিশ্বাসী

সম্পর্ক যত এগোতে থাকে,
ততই ফুরিয়ে যায় কথা।
এক সময়ে এসে থেকে যায়
শুধু নীরবতা।

সুখে ছিলাম ভালোই ছিলাম,
যখন ছিলাম একা।
চলে যখন যাবেই তুমি,
দিয়ে ছিলে কেন দেখা।

সময়ের সাথে সাথে যদি
ভালোবাসা কমে যায়,
বুঝে নিও এটা কখনো
ভালোবাসা ছিলো না।
এটা ছিলো সময়ের প্রয়োজনে
একটু ভালো লাগা।

যদি চলেই যাবে!
বিধ্বস্থ কাউকে স্বপ্ন
দেখানাের কি প্রয়ােজন ছিল?

কারো মনে আঘাত দিও না,
সুখী হতে পারবে না।
ভালবাসতে না পারলে
অভিনয় করো না।
মনে রেখো কারো চোখের জল
তোমার জীবনে অভিশাপ
হয়ে ঝরতে পারে।

কষ্ট গুলো বুকে নিয়ে
কেঁদেছি কতো রাত।
একবিন্দু সুখ নিয়ে
বারায়নি কেউ হাত।
সার্থের টানে দূরে আজ,
আপন ছিলো যতো।
আজো আমি বড়ো একা
সেই দিনের মত।

পৃথিবীতে ভালবাসার অধিকার
সবারই আছে!
কিন্তু পাওয়ার ভাগ্য টা…
সবার নেই।

চলে গেলে চলে যাবে
পিছু আর ডাকবো না।
কথা যদি না বলো
মনে আর রাখবো না।

যে জীবনে সপ্ন দেখার
আগেই সপ্ন ভেঙ্গে যায়।
আশা করার আগেই
সব নিরাশা হয়ে যায়।
থমকে যায় জীবনের সব গতি।
কি করে টানবো বলো
জীবনের এই ইতি।

এই পৃথিবীতে যারা যত
বেশি কষ্ট দিতে জানে।
তারাই পৃথিবীতে ততো
বেশি ভালো থাকে।
আজব পৃথীবি!

As we conclude our exploration of Bengali Romantic Love Shayari, we are reminded of the timeless allure of love expressed through poetry. In the gentle cadence of these verses, we find not just words but whispers of the heart, echoing through the corridors of time. Whether you are a connoisseur of poetry, a lover seeking the perfect words, or simply a soul drawn to the beauty of language, Bengali Romantic Love Shayari offers a treasure trove of emotions waiting to be discovered.

Let these Shayaris serve as a reminder that love, in all its forms, is a universal language that transcends boundaries and speaks to the depths of the human experience. May they inspire you to cherish the moments of love in your life, to celebrate the joy of union, and to find solace in the beauty of poetic expression.

As we bid adieu to this journey through the world of Bengali Romantic Love Shayari, let us carry with us the essence of love immortalized in the verses that continue to weave magic in our hearts.

Leave a Comment